করোনার তৃতীয় ঢেউ বেশি প্রভাব ফেলবে শিশুদের ওপর। সেই শঙ্কার মধ্যেই ছোটদের “কোভোভ্যাক্স” এর দ্বিতীয় ও তৃতীয় ট্রায়ালের অনুমতি পেলনা সেরাম।
গত সোমবার কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা DGCI এর কাছে ৪৬০ জন ১২ থেকে ১৭ বছর বয়সি ও ৯২০ জন ২ থেকে ১১ বছর বয়সিদের ওপরে কোভোভ্যাক্সের ট্রায়াল চালানোর অনুমতি চেয়েছিল সেরাম। কিন্তু সেই অনুমতি দিল না কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি। তাঁদের নির্দেশ, আগে ১৮ ঊর্দ্ধদের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল করে ছোটদের ওপর
ট্রায়াল করা হোক।
এরমধ্যেই কোভ্যাক্সিন ও জাইডাস ক্যাডিলার জাইকভ-ডি ভ্যাকসিন ভারতে শিশুদের ওপর ট্রায়াল শুরু করেছে। সেরামের কোভোভ্যাক্স ট্রায়ালের অনুমতি পেলে এটাই হবে ভারতের তৃতীয় ভ্যাকসিন, যা ছোটদের ওপর প্রয়োগ করা হবে। মার্কিন সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে জোট বেঁধে কোভোভ্যাক্স তৈরি করেছে সেরামের কর্তা আদর পুনাওয়ালা।সেরামের অক্সফোর্ড-অস্ট্রাজেনিক ফর্মুলার ভ্যাকসিন কোভিশিল্ড ভারতে বেশিরভাগ মানুষ নিয়েছেন।
অন্যদিকে ড. রেড্ডিজ ল্যাবকে দেশে ছোটদের জন্য রাশিয়ার স্পুটনিক লাইট ভ্যাকসিনের তৃতীয় ট্রায়ালের অনুমতি দেয়নি বিশেষজ্ঞ কমিটি।
Comments are closed.