কোজাগরি লক্ষ্মী পূজার দিনে নিজের হাতে মা লক্ষ্মীর জন্য ভোগ নিবেদন করলেন জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহা, নিজেই পুজোর জন্য ভেজেছেন ৫০ টা লুচি
কোজাগরি লক্ষ্মী পূজার দিনে নিজের হাতে মা লক্ষ্মীর জন্য ভোগ নিবেদন করলেন অভিনেত্রী তৃনা সাহা, নিজেই পুজোর জন্য ভেজেছেন ৫০ টা লুচি
গত রবিবার গিয়েছে বাঙালির আরেক উৎসব। গতকাল প্রত্যেকেই মেতে উঠেছিলেন কোজাগরী লক্ষ্মী পূজাতে। বাঙালির ঘরে ঘরে পূজিত হয়েছিলেন মা লক্ষ্মী। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি প্রত্যেকেই নিজেদের ঘরে মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছিলেন। সেলিব্রিটিরা প্রত্যেকেই নিজেদের বাড়ির লক্ষ্মী পূজার ছবি শেয়ার করে নিয়েছেন। অভিনেত্রী তৃনা সাহাও বাদ পড়েননি। গত দু বছর করোনা অতিমারির কারণে বাড়িতে পুজো খুব একটা বড় করে করতে পারেননি অভিনেত্রী। যার কারণে এ বছর বেশ ধুমধাম করেই নিজের বাড়িতে লক্ষ্মী পূজার আয়োজন করেছেন তিনি। মা লক্ষ্মী কে নিজের হাতে ভোগ নিবেদন করেছেন। লুচি, আলুকপির ডালনা, পাঁচমেশালি তরকারি, পাঁচরকম ভাজা, চাটনি, রাবরি, ছোলার ডাল, আলুরদম সহ আরও বেশকিছু পদ। শাশুড়ি মায়ের সঙ্গে হাতে হাত লাগিয়ে সমস্ত টাই আয়োজন করেছেন তৃণা। উল্লেখ্য তৃণার শ্বশুরবাড়িতে মূর্তি পুজোর চল নেই। যার কারণে গাছকোটার ওপর ধানের ছড়া রেখে সিঁদুর এবং গয়না পরিয়ে মা লক্ষ্মীর পূজা করা হয়।
মায়ের ভোগের জন্য একার হাতে ৫০-৬০ টা লুচি ভেজেছে তৃনা। শাশুড়ি মায়ের হাতে হাতে বাকি পুজোর কাজও করেছেন। পুজোর কাজ করতে তৃণার ভালই লাগে। সেটা আগেই আমরা দেখেছি। এছাড়াও রান্না করতে ভালোবাসেন তৃনা। তাই মায়ের ভোগ রান্না করতে কোনো রকম কোনো অসুবিধাই হয়নি তারা। এবার শ্বশুরবাড়িতে সকালে পূজো সেরে বিকেলে নিজের বাড়ির পুজোতে হাজির হয়েছিলেন তিনি।
উল্লেখ্য বর্তমানে ধীরে ধীরে নিজের ক্যারিয়ারে উন্নতি করছেন তৃনা। তার হাতে এখন অনেকগুলি কাজ। ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রেখেছেন তিনি, ওয়েব সিরিজও কাজ করছেন। তৃণাকে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘লহ গৌরঙ্গের নাম রে’ ছবিতে। যার পরিচালনা করছেন সৃজিত। ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায় অভিনয় করছেন পরমব্রত এবং তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া হচ্ছেন তৃনা সাহা। শ্রী চৈতন্য অন্তর্ধান রহস্য এই ছবির মূল প্রেক্ষাপট।
Comments are closed.