সপ্তাহের প্রথম দিন লোকাল ট্রেনে শিকেয় কোভিড বিধি। সোমবার অফিস টাইমে লোকাল ট্রেনের চেনা ভিড় চোখে পড়ল। আবার কোথাও কোথাও রেল অবরোধ যাত্রী বিক্ষোভের জন্য ট্রেন থেমে যায়। কথা ছিল ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানো হবে লোকাল ট্রেন। কিন্তু এদিন কার্যত তা ছিলই না।
রবিবার থেকে চালু হয় লোকাল ট্রেন। রবিবার ছুটির দিন থাকা সত্ত্বেও প্রচুর ভিড় দেখা যায়। সাধারণের মনে তখনই প্রশ্ন জেগেছিল সোমবার সপ্তাহের শুরুর দিনে ভিড় সামলানো সম্ভব হবে কিনা। সেই আশঙ্কা সত্যি করে সোমবার ৫০ শতাংশ যাত্রী তো দূরের কথা, লোকাল ট্রেনে কার্যত কোভিড বিধি উধাও ছিল। এদিন ব্যান্ডেল-কাটোয়া লাইনে একটি ট্রেন ইসলামপাড়া হল্ট স্টেশনে না দাঁড়িয়ে চলে যায়। এতে উত্তেজিত হয়ে যাত্রীরা লাইন অবরোধ শুরু করে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর আরপিএফ অবরোধকারীদের হঠিয়ে দেয়।
অন্যদিকে শিয়ালদা-বনগাঁ শাখার মধ্যমগ্রাম স্টেশনে সিগন্যাল প্যানেলে সমস্যা দেখা দেয়। প্যানেল ইন্টারলকিং সিস্টেম ঠিকমতো কাজ না করার জন্য ট্রেন থেমে যায়।
Comments are closed.