কেদারনাথ যাওয়ার পথে কপ্টার ভেঙে দুর্ঘটনা। রুদ্রপ্রয়াগে কপ্টার দুর্ঘটনা হয়। গড়ুর চটিতে ভেঙে পড়ে কপ্টার। খারাপ আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। ঘটনায় মৃত্যু কমপক্ষে ৬ পূণ্যার্থীর। ত্রাণ ও উদ্ধার কাজে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার উত্তরাখণ্ডের ফাটা গ্রাম থেকে কেদারনাথের উদ্দেশ্যে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল ওই হেলিকপ্টার। সেইসময় গড়ুর চট্টির কাছে ভেঙে পড়ে সেটি। জানা গিয়েছে, কেদারনাথ থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে থাকাকালীন হেলিকপ্টারটি ভেঙে পড়ে।
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই ঘটনার পর একটি টুইট করেন। বলেন, কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
Comments are closed.