ফের নয়া রেকর্ড এলএম টেনের ঝুলিতে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলাদের মধ্যে সর্বচ্চ গোলের মালিক এবার থেকে মেসি। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ফুটবলের আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর গোল সংখ্যা ছিল ৬৯৬টি। আর পিএসজি জার্সিতে মঁপেলিয়ের বিরুদ্ধে গোল করে বর্তমানে মেসির গোলসংখ্যা ৬৯৭টি।
ইউরোপের তিনটি প্রথম সারির ক্লাবের হয়ে রেকর্ড সংখ্যায় গোল করেছেম সিআরসেভেন। যার মধ্যে মাদ্রিদের জার্সিতে ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ১৪৫টি এবং শেষে জুভেন্টাসের হয়েও ১০১টি গোল করেছেন রোনাল্ডো। অন্যদিকে কেরিয়ারের বেশির ভাগ সময়টাই মেসি খেলেছেন বার্সেলোনার হয়ে। বার্সেলোনার জার্সিতে মেসি মোট ৬৭২টি গোল করেছেন। পিএসজির হয়ে এখনও তিনি ২৫টি গোল করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবসরের জল্পনা উস্কে দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। বর্তমানে প্রায় ৩৪ বছর বয়েস মেসির। কেরিয়ারের প্রায় শেষ পর্যায়ে এসেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ফুটবলের ম্যাজিক ম্যান। ৩৬ বছর পর দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ। শুধু তাই নয়, নিজেও দ্বিতীয়বারের জন্য গোল্ডেন বল জয়ী হয়েছেন। সেই সঙ্গে পিএসজি’র জার্সিতে নিজের সেরা খেলাটি খেলছেন লিও। সব মিলিয়ে ফের একবার ফুটবলের তারকা দৌড়ে শীর্ষে উঠে এলেন মেসি।
Comments are closed.