ফের রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের পরে রেপো রেট বেড়ে দাঁড়াল ৪.৯%। অর্থনীতিবিদদের মতে, রেপো রেট বাড়ার জেরে ব্যাঙ্কঋণে সুদের হারও বাড়তে পারে। যার ফলে গাড়ি, বাড়ির জন্য নেওয়া লোনের ইমেআইও বাড়তে পারে।
রিজার্ভ ব্যাঙ্ক দেশের বাণিজ্য ব্যাঙ্কগুলোকে যে সুদের হারে লোন দেয়, তাকেই রেপো রেট বলা হয়। রেপো রেট বাড়লে স্বাভাবিক কারণেই বাণিজ্যিক ব্যাঙ্কগুলোও ঋণের ওপর সুদের হার বাড়িয়ে দেবে। ফলে এবার থেকে বাড়ি, গাড়ি বা অন্য যে কোনও প্রয়োজনে ঋণ নিলে আগের তুলনায় বেশি EMI দিতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যা সাধারণ মানুষের কাছে আরও চিন্তার বিষয়।
গত মে মাসের ৪ তারিখ রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৪.৪ শতাংশ করা হয়েছিল। আর তার ঠিক মাস খানেকের মধ্যেই ফের রেপো রেট বৃদ্ধির কথা ঘোষণা করল দেশের শীর্ষ ব্যাঙ্ক। অর্থনীতিবিদদের মতে, লাগামছাড়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই রেপো রেট বাড়ানোর মাধ্যমে সুদের হার বাড়ানো হয়ে থাকে। সুদের হার বাড়লে গ্রাহকদের লোন নিয়ে বিলাসবহুল দ্রব্য সামগ্রী কেনার প্রবণতা কমে। এর ফলে সামগ্রিক ভাবে চাহিদা কমায়, যোগান বাড়ে। আর পর্যাপ্ত যোগানের জেরে দামও কিছুটা কমে।
Comments are closed.