পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলোতে টাকা রাখেন? এবার বাধ্যতামূলক ভাবে জানাতে হবে প্যান ও আধার নম্বর
প্রভিডেন্ট ফান্ড, প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্প, সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো পোস্ট অফিসের স্বল্প সঞ্চয়ের প্রকল্পগুলোতে টাকা রাখতে এতদিন প্যান কার্ড, আধার কার্ড বাধ্যতামূলক ছিল না। তবে এবার থেকে স্বল্প সঞ্চয়ের প্রকল্পগুলোতে টাকা রাখতেও বাধ্যতামূলকভাবে প্যান কার্ড, আধার কার্ড নম্বর জানাতে হবে। শুক্রবার থেকেই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁদের এখনও আধার কার্ড তৈরি হয়নি তাঁদের অবশ্যই আধারকার্ড যে নথিভুক্তকরণ করেছে সেই নাম্বার জমা দিতে হবে। এবং ৬ মাসের মধ্যে অবশ্যই প্যান আধার লিঙ্ক করাতেই হবে। প্যান বা আধারকার্ড নেই এমন গ্রাহকদের জন্য দু’মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে নথিগুলো জমা না করলে গ্রাহকের অ্যাকাউন্ট অনিদির্ষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। প্যান আধার নম্বর জমা দিলে তবেই একাউন্ড খুলবে।
সম্প্রতি প্যান আধার লিঙ্ক করার শেষ সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। আগে বলা হয়েছিল, ২০২২-২৩ আর্থিক বর্ষের শেষ দিন অর্থাৎ ৩১ মার্চের মধ্যে প্যান-আধার লিঙ্ক করিয়ে নিতে হবে। না হলে বড়সড় জরিমানা দিতে হবে। তবে শেষ পর্যন্ত সেই সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে।
Comments are closed.