গ্রামে ভোট, সুনসান শহর; চেনা ব্যস্ততা দেখা গেল না কলকাতায় 

রাজ্যের ২২ টি জেলায় শুরু হয়েছে পঞ্চায়েত ভোট। সকাল ৯ টা পর্যন্ত ১০ শতাংশ ভোট পড়েছে বলে খবর। গ্রামের ভোটে কলকাতায় কোনও প্রভাব পড়ার কথা নয়। তবে শনিবার দেখা গেল শহর কলকাতাও ভোট-ছুটিতে মজে। অন্যান্য দিনের মতো রাস্তায় বেরিয়ে বাস,অটোর কার্যত দেখা মিলল না। শহরের সেই চেনা ব্যস্ততার ছবিটাই যেন উধাও।

শনিবার এমনিতে অনেক অফিস কার্যালয় ছুটি থাকে। অন্যান্য দিনের তুলনায় রাস্তাঘাটে ট্রাফিক কিছুটা কম থাকে। তবে এদিন রাস্তাঘাট একপ্রকার সুনসান। যানবাহন না থাকায় অনেক নিত্যযাত্রীই রাস্তায় বেরিয়ে ভোগান্তির শিকার হয়েছেন।

কলকাতার পাশাপাশি সল্টলেক, নিউটাউনেও একই ছবি। বাস, অটো, স্যাটেল তুলে নেওয়া হয়েছে। ভোটের কাজে অনেক বাস ব্যবহার হওয়ায় গাড়ির সংখ্যা এমনিতেও কম। এদিকে যেখানে যেখানে ভোট হচ্ছে, সেখানে ছুটি ঘোষণা করলেও, বাকি জায়গায় অফিস কাছারি খোলা রয়েছে। যার ফলে যাঁরা এদিন কাজে বেড়িয়েছেন বেশ ভুগতে হচ্ছে। সব মিলিয়ে কলকাতায় ভোট না থাকলেও ভোটের প্রভাব স্পষ্ট।

Comments are closed.