প্লাস্টিকের বোতল দিলেই মিলবে চা, বড়া পাও; প্লাস্টিক মুক্ত শহর গড়তে অভিনব উদ্যোগ মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড় পুরসভার
পাঁচটি ব্যবহৃত প্লাস্টিক বোতল নির্দিষ্ট দোকানে দিলেই পাওয়া যাবে এক কাপ গরম চা আর বোতলের সংখ্যা যদি হয় ১০ টি তাহলেই মিলবে একটি বড়া পাও। শহরকে প্লাস্টিক মুক্ত করতে এমনই অভিনব উদ্যোগ নিল মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়(পিসিএমসি) পুরসভা। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কাজ শুরু হবে বলে জানিয়েছে পিসিএমসি কর্তৃপক্ষ।
পুরসভা এলাকার অন্তুর্ভুক্ত যে কোনও প্রান্তেই কোনও নাগরিক বা সাফাইকর্মী ব্যবহৃত প্লাস্টিকের বোতল পুরসভার মনোনীত সংশ্লিষ্ট খাওয়ারের দোকানে গিয়ে জমা দিলেই এই সুবিধা পাবেন। উদ্যোগটি নিয়ে পুরসভার এক আধিকারিক অনিল রায় জানান, এই কাজের মূল উদ্দেশ্য শহরকে প্লাস্টিক মুক্ত করা। প্লাস্টিকের বোতলগুলি শুধু পরিবেশ দূষণই করে না, সেই সঙ্গে নালা নর্দমায় জমা হয়ে শহরের নিকাশি ব্যবস্থাকেও অকেজ করে দিচ্ছে।
তিনি আরও বলেন, নির্দিষ্ট দোকানগুলি থেকে জমা হওয়া প্লাস্টিক বোতল একত্রিত করে পুরসভার গার্বেজ ডিপোতে নিয়ে যাওয়া হবে। যেখানে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যম্যে বোতলগুলি থেকে ফ্যাক্টরিতে কাজে লাগে এমন তেল তৈরি করা হবে।
পুরসভার তরফে জানানো হয়েছে, এই কাজের জন্য পুরসভার ফুড লাইসেন্স রয়েছে এমন অনেকগুলি দোকানকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত দোকানগুলিকে এক কাপ চায়ের জন্য ১০ টাকা এবং একটি বড়া পাও-এর জন্য ১৫ টাকা করে দেওয়া হবে পুরসভার তরফে। সব ঠিক থাকলে জানুয়ারি মাস থেকেই এই কাজ শুরু করবে পিম্পরি-চিঞ্চওয়াড় পুরসভা।
Comments are closed.