লাগাতার বিতর্ক সত্ত্বেও কমিশনের প্রশংসায় আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়া প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সমালোচনা বিরোধীদের
নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসায় প্রণব মুখোপাধ্যায়। কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশে ছুঁড়ে দিলেন তীব্র কটাক্ষ। বললেন, নাচতে না জানলে উঠোনের দোষ দেওয়া ঠিক নয়।
রাষ্ট্রপতি পদে মেয়াদ ফুরনোর পর নাগপুরে আরএসএসের অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা করেছিলেন প্রণব মুখোপাধ্যায়। এবার বিরোধীদের কটাক্ষ করে কমিশনের পাশে দাঁড়িয়ে বিবৃতি ঘিরে ফের শুরু বিতর্ক।
ভোট চলাকালীন, বিভিন্ন বিরোধী দলের তরফে অভিযোগ করা হয়েছিল, নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে নরম মনোভাব নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের বিরুদ্ধে বারবার পক্ষপাতের অভিযোগ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কমিশনের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নন, কমিশনের ভূমিকার সমালোচনা করে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন অবসরপ্রাপ্ত আমলারাও। এই প্রেক্ষিতেই এবার কমিশনের স্তুতি শোনা গেল, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গলায়। আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়া প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সোমবার বলেন, কমিশনের তত্ত্বাবধানে নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে ভোট। প্রণব মুখোপাধ্যায়ের কথায়, দেশের সংস্থাগুলিকে শক্তিশালী করতে চাইলে, তাদের কর্মপদ্ধতির ওপর ভরসা রাখতে হবে। প্রাক্তন রাষ্ট্রপতি মন্তব্য করেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন থেকে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার। তাঁদের কাজের সমালোচনা করা উচিত নয় বলে মনে করেন প্রণব মুখোপাধ্যায়।
রবিবার শেষ হয়েছে সপ্তদশ লোকসভা ভোট। একাধিকবার কংগ্রেস সহ বিরোধী নেতৃত্ব নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ, ইলেকটোরাল বন্ড থেকে ইভিএম কারচুপি, মোদীর নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ থেকে নমো টিভি বিতর্ক- সবকিছুতেই পক্ষপাতমূলক আচরণ করেছে নির্বাচন কমিশন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বেশ কয়েকবার কমিশনের ভূমিকায় উষ্মা প্রকাশ করে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে। অপরদিকে, পশ্চিমবঙ্গে কমিশনের ভূমিকা নিয়ে অভিযোগ করেছে খোদ বিজেপি। এই প্রেক্ষিতে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
Comments are closed.