শপথ পিনারাই বিজয়নের, কেরলে পথ চলা শুরু নয়া বাম মন্ত্রিসভার
নতুন রূপে কেরলকে গড়ে তুলবোন পিনারাই বিজয়ন
দ্বিতীয়বারের জন্য কেরলে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পিনারাই বিজয়ন। কেরলের সাম্প্রতিক ইতিহাসে প্ৰথমবার একই দল পরপর দু’বার সরকার গড়ল।
বৃহস্পতিবার সমস্ত কোভিড প্রোটোকল মেনে ছোট শপথগ্রহণ অনুষ্ঠান হয়। পিনারাই বিজয়নকে শপথবাক্য পাঠ করান কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
এদিন শপথ নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী টুইট করে জানান, নতুন রূপে কেরলকে গড়ে তুলবো।
Took the oaths of office and secrecy, as the Chief Minister of Kerala. Together, let us realise a people's alternative, and build a Nava Keralam! pic.twitter.com/zMnm0VsJQa
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) May 20, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন।
Congratulations to Shri @vijayanpinarayi Ji on taking oath as CM and commencing his second term in office.
— Narendra Modi (@narendramodi) May 20, 2021
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন শুভেচ্ছা জানিয়েছেন। পিনারাই বিজয়নের দৃঢ় সংকল্প সাধারণ মানুষের মধ্যে শান্তি, সাম্য এবং সমৃদ্ধি এনে দেবে বলে আশা করেছেন তিনি।
Best wishes to my brother @vijayanpinarayi on his swearing in as @CMOKerala and I hope that his determination and perseverance will lead to social equality, peace and prosperity for the people.
— M.K.Stalin (@mkstalin) May 20, 2021
২০ জন মন্ত্রী নিয়ে কেরলে নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে। এই নতুন দলে ৩ জন মহিলা মন্ত্ৰী হয়েছেন। ডাক্তার আর বিন্দু, বীনা জর্জের মত মহিলারা নতুন মন্ত্রী হচ্ছেন।
সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে আসা বীনা জর্জ স্বাস্থ্যমন্ত্ৰী হয়েছেন। আগে কেরলের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কে কে শৈলজা। করোনা মোকাবিলায় গোটা বিশ্বে প্রশংসিত কে কে শৈলজাকে ব্রাত্য রেখেছেন পিনারাই বিজয়ন।
অন্যদিকে ডাক্তার আর বিন্দু সিপিএমের রাজ্য সম্পাদক কে বিজয়রঘুবনের স্ত্রী। তাঁকে দেওয়া হয়েছে উচ্চ শিক্ষা দফতর। নতুন মন্ত্রিসভায় ৭৫ শতাংশ প্ৰথমবার মন্ত্ৰী। ১০ জন প্রথমবার বিধায়ক হয়েছেন।
Comments are closed.