গুজরাতে কারখানার দেওয়াল ভেঙে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গুজরাতে মোবারিতে কারখানার দেওয়াল খসে শ্রমিকদের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী লেখেন, মোরবিতে একটি দেওয়াল ভেঙে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য করছে।

পাশাপাশি নিহতদের পরিবার পিছু প্রধানমন্ত্রী তহবিল থেকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। গুজরাত সরকার নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।  দুপুরে আচমকাই গুজরাতের মোরবিতে হালভাদ জি আই ডি সি ফ্যাক্টারির একটি দেওয়াল ভেঙে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন ১২ জন। আহত হয়েছেন আরও অনেকে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তারা উদ্ধারকাজ। উদ্ধার কাজে সাহায্য করছে স্থানীয়রাও।

Comments are closed.