দীর্ঘদিন পর একই অনুষ্ঠানে মোদী-মমতা, প্রধানমন্ত্রীর সামনে রাজ্যের বেশ কিছু দাবি-দাওয়া তুললেন মুখ্যমন্ত্রী
দীর্ঘদিন পর কোনও অনুষ্ঠানে একই সঙ্গে দেখা গেল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। শুক্রবার কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পসের আনুষ্ঠানিক উদ্বধোন করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ক্যাম্পাস তৈরিতে মোট খরচের ২৫% দিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে ১১ একর জমিও দেওয়া হয়েছে রাজ্যের তরফে।এদিন প্রধানমন্ত্রীর সামনেই মেডিক্যালে আসন বাড়ানোর দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, করোনা মোকাবিলায় এখনও দ্বিতীয় ডোজের ৪০% পায়নি রাজ্য।
এদিকে এদিন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দাবি করেন, নতুন বছরের প্রথমেই ১৫০ কোটি টিকার রেকর্ড গড়ছে কেন্দ্র। তার মধ্যে পশ্চিমবঙ্গকে ১১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কলকাতার এই হাসপাতাল থেকে গোটা দেশ আধুনিক ক্যান্সার চিকিৎসা পাবে।তিনি আরও দাবি করেন, দেশের প্রবীণদের মধ্যে ৯০% করোনার টিকা পেয়েছেন। ১৫ বছরের ঊর্ধ্বদের মধ্যে দেড় কোটিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
Comments are closed.