প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোবেল পুরস্কার পেতে পারেন। শান্তিতে নোবেল পুরস্কারের অন্যতম দাবিদার তিনি। এমনটাই মন্তব্য করেছেন নোবেল প্রাইজ কমিটির ডেপুটি চিফ অ্যাসলে তোজো। নরওয়ের নোবেল পুরস্কার কমিটির একটি প্রতিনিধি দল ভারত সফরে এসেছে। ওই প্রতিনিধি দলেরই প্রধান হয়ে এসেছেন তোজো।
একটি সাক্ষাৎকারে তোজো বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভূমিকা নিয়েছেন, তা প্রশংসার যোগ্য। সে কারণেই নোবেল শান্তি পুরস্কারের অন্যতম দাবিদার হতে পারেন নরেন্দ্র মোদী। তোজোর কথায়, প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহার করা নিয়ে সতর্ক করেছেন। নোবেল পুরস্কার কমিটির কর্তা আরও মন্তব্য করেন যে, ভারত শান্তির পথে চলায় বিশ্বাসী। শান্তি রক্ষায় ভারত ঐতিহ্য স্থাপন করেছে। তোজোর দাবি, যুদ্ধ থামানোর ক্ষেত্রে বিশ্বের সবথেকে বিশ্বাযোগ্য এবং নির্ভরযোগ্য নেতা হলেন নরেন্দ্র মোদী।
Comments are closed.