শুধু করোনা নয়। আমাদের লকডাউন থেকেও বাঁচতে হবে। করোনা বৈঠক শেষে জাতির উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উৎপাদিত টিকার অর্ধেক পাবে রাজ্যগুলো। পরিযায়ী শ্রমিকদের বাড়ি না ফেরার আবেদন। জানালেন, যে যেখানে আছেন সেখানেই টিকা পাবেন।
এদিন প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের সময়ে দেশবাসীকে এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি জানি আগেরবারের মতোই এবারও ভারত বিজয়ী হবে। প্রধানমন্ত্রীর আবেদন, দয়া করে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবেন না। নরেন্দ্র মোদী বলেন, প্রশাসনকে মনে রাখতে হবে লকডাউন একেবারে শেষতম অস্ত্র।
Addressing the nation on the COVID-19 situation. https://t.co/rmIUo0gkbm
— Narendra Modi (@narendramodi) April 20, 2021
মোদী বলেন, নবরাত্রির আজ শেষ দিন। কাল রামনবমী। রাম আমাদের শৃঙ্খলা সেখান। তারপরই প্রধানমন্ত্রী বলেন, রমজান মাসের সপ্তম দিন চলছে। রোজা আমাদের শেখায় অনুশাসন, ধৈর্য। করোনার বিরুদ্ধে জিততে গেলে যার কোনও বিকল্প নেই।
তৃণমূল প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণকে স্বাগত জানিয়েছে। সৌগত রায় বলেন, যাক বাংলা ছেড়ে এবার মোদীজি দেশের প্রধানমন্ত্রীর কাজটা অন্তত করতে চেষ্টা করছেন!
Comments are closed.