কোভিড এখনও চলে যায়নি তা বুঝতেই পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র দায়ী প্রধানমন্ত্রী। এখন শুধু নাটক করে যাচ্ছেন। শুক্রবার ভার্চুয়াল একটি সাংবাদিক সম্মেলনে করোনা নিয়ে মোদীকে এইভাবেই আক্রমণ করলেন রাহুল গান্ধী।
তাঁর মতে ভ্যাকসিনেশন একমাত্র করোনা রুখতে পারে। মোদীকে রাহুলের প্রশ্ন গত বছর ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিনেশন শেষ করার কথা ছিল মোদীজি। কিন্তু কী হল?এখনও পর্যন্ত ভারতের জনসংখ্যার মাত্র ৩ শতাংশ ভ্যাকসিন পেয়েছে বলে জানান রাহুল গান্ধী।
প্রথম ঢেউয়ের সম্পর্কে বোঝা না গেলেও দ্বিতীয় ঢেউয়ের আগে সচেতন হওয়া যেত। ভারতে কোভিড সংক্রমণের একাধিক ঢেউ আসবে, তা বোঝা দরকার ছিল মোদীর।
করোনার কথা ভুলে মোদী নিজের ইমেজ ঠিক রাখতেই ব্যস্ত। কিন্তু মোদীর ইমেজ নষ্ট হয়ে গেছে। এটাই ভালো সময় ছিল, যখন নিজের সাহস আর শক্তি দিয়ে দেশবাসীকে রক্ষা করতে পারতেন প্রধানমন্ত্রী। মোদীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, ভয় পাবেন না। সময় এসেছে, নিজেকে প্রমাণ করুন একজন ভালো নেতা হিসেবে।
রাহুল গান্ধীর এই বক্তব্যের পর বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী প্ৰকাশ জাভরেকর রাহুলের মোদীর নাটক মন্তব্যের বিরোধিতা করেছেন। তাঁর কথায় দেশকে করোনা মুক্ত করতে তৎপর প্রধানমন্ত্রী। রাহুলের নাটক মন্তব্যে মোদী ছাড়াও দেশবাসীকে অপমান করা হয়েছে। কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে কোভিড মৃতের সংখ্যা সর্বাধিক বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।
Comments are closed.