এবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির পপি বৌদি, রচনা ব্যানার্জীর জন্য নিজের হাতে বানিয়েছেন সরষে ইলিশ থেকে শুরু করে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট
বর্তমান প্রজন্মের মানুষের জীবনযাত্রায় সোশ্যাল মিডিয়া এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মিডিয়ার দৌলতে প্রতিদিন বহু ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও গুলির মধ্যে থাকে, নাচ গান আঁকা, রান্না, হাস্যকৌতুকের ভিডিও। এই সোশ্যাল মিডিয়ার, মাধ্যমে বহু প্রতিভাবান মানুষের খোঁজ পাওয়া গেছে। অনেক মানুষ আজ সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। সেই রকমই একজন জনপ্রিয় ইউটিউবার হলেন রান্না দিদি পপি বৌদি।
পপি বৌদি রান্না বহু মানুষ পছন্দ করে। তার ইউটিউব চ্যানেলের রান্নার ভিডিওগুলি লক্ষ লক্ষ মানুষ দেখে। কিছুদিন আগে তিনি এসেছিলেন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। সেখানকার একটি ভিডিও ক্লিপ নিজের ফেসবুক পেজেই শেয়ার করেছেন। ওই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরালে পরিণত হয়।
দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে আসার সময় রচনা ব্যানার্জির জন্য এই পপি বৌদি নিয়ে এনেছিলেন তার হাতের কিছু সুস্বাদু রান্না। সেই রান্নাগুলির মধ্যে ছিল সরষে ইলিশ, লাউ পাতা বাটা, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আর চিংড়ি মাছের টক।
নিজের ইউটিউব ভিডিওর মাধ্যমে এই বৌদি দেখিয়েছেন যে তিনি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে যেতে চলেছেন। আর সেখানে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। রচনা ব্যানার্জিকে দেখার জন্য তিনি বেশ উত্তেজিত। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে সকলেই তার রান্নার প্রশংসা করেছেন।
এই পপি বৌদি একজন প্রত্যন্ত গ্রামের মহিলা হয়েও তিনি পৌঁছে গিয়েছেন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। তাই তার এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ার পেজে আপলোড করার সাথে সাথেই বহু গুনে ভাইরাল হয়েছে। তার ইউটিউব চ্যানেলের বহু সাবস্ক্রাইবার আছে। এই বৌদির অভিনব কায়দার রান্নার পদ্ধতি বহু মানুষকেই মুগ্ধ করেছে।
Comments are closed.