রচনা কে হারিয়ে দিলো সুপারস্টার দেব? হেরে গেলো দিদি? মৌনির আগমনে চড়চড়িয়ে বাড়ল ‘ডান্স ডান্স জুনিয়র’-এর TRP

বছরের পর বছর ধরে দিদি নম্বর ১ রিয়ালিটি শোয়ের মঞ্চে সকলের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সঞ্চালিকার ভূমিকায় তিনি যে কতটা সফল তা এই শোয়ের মাধ্যমে তাঁর জনপ্রিয়তাই জানান দেয়। কিন্তু, এবার যেন দিদি নম্বর ওয়ানের জনপ্রিয়তায় কিছুটা হলেও ভাঁটা পড়ল। অন্তত, টিআরপি চার্টের নিরিখে সারেগামাপা-র কাছে পিছিয়ে পড়ল দিদি নম্বর ১।

প্রসঙ্গত উল্লেখ্য, ফিকশন জঁরে সবসময় সেরা না হলেও নন-ফিকশনে জঁরে শ্রেষ্ঠত্বের আসন ধরে রেখেছে জি বাংলা। এই সপ্তাহে ৫.৬ পয়েন্ট সংগ্রহ করে নন-ফিকশন জঁরে প্রথম স্থান দখল করে নিয়েছে ‘সারেগামাপা’। অন্যদিকে, দিদি নম্বর ১-এর সংগ্রহে রয়েছে ৫.২ রেটিং। রচনা সঞ্চালিত শোতে সানডে ধামাকা এপিসোড দেখানোর পরেও এমন পতন দেখে রীতিমতো চিন্তিত রচনা ও তার সাথে যুক্ত সকলে।

এক নজরে দেখুন নন-ফিকশন শো-এর টিআরপি-

সারেগামাপা (৫.৬)

দিদি নম্বর [সানডে ধামাকা] (৫.২)

‘ডান্স ডান্স জুনিয়র ৩’ (৪.০)

রান্নাঘর (১.২)

এদিকে শুরু থেকেই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে ডান্স ডান্স জুনিয়র। দেব রুক্মিণীকে বিচারকের আসনে বসিয়ে এই শোয়ের জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও বঙ্গতনয়া মৌনির উপস্থিতি যেন আরোও খানিকটা স্পেশাল করে তুলল এপিসোডগুলোকে। প্রথমবারের মত তিনের গণ্ডি পেরিয়ে ৪-এর ঘর ছুঁল এই ডান্স রিয়ালিটি শো। এই সপ্তাহে ‘ডান্স ডান্স জুনিয়র’-এর রেটিং ৪ পয়েন্ট। আর টিআরপির সুবাদেই সারেগামাপা-কে কড়া চ্যালেঞ্জ জানাতে সফল হল দেব-রুক্মিণী-মনামীরা।

Comments are closed.