কাজ হল মৃত রোগী সামলানো। দিনরাত পড়ে থাকতে হতে পারে লাশ কাটা ঘরে। এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ডোমের চাকরির জন্য গত ডিসেম্বর মাসে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই চাকরি করতে চেয়ে আবেদন করলেন স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়াররা। ২ হাজারের বেশি আর্জি জমা পড়েছে এনআরএসে। ২ হাজার আবেদনকারীর মধ্যে ৭৯৮ জনকে পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে।
হাসপাতালে ৬ টি শূন্যপদ রয়েছে। এর জন্য ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। পরিবারের কেউ এই পেশার সঙ্গে যুক্ত থাকলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছিল এনআরএস কর্তৃপক্ষ। কিন্তু সেইসবের পরোয়া করেনি কেউ। চাকরির আবেদন করেছেন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে উচ্চ শিক্ষিতরা। এর ফলে ডোমের পরিবারের সঙ্গে যুক্ত থাকা অনেকেই বাদ পড়েছেন।
এই বিষয়ে এনআরএস কর্তৃপক্ষ কিছু বলতে না চাইলেও সংশয় প্রকাশ করেছেন নাগরিক সমাজ। রাজ্যে বেকারত্বের হার কতটা বেড়েছে, প্রমাণ হল আরেকবার। কোনও পেশাকে ছোট মনে না করেই শিক্ষিত সমাজের ধারণা শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকেছে।
Comments are closed.