প্রয়াত সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা, শোকবার্তা দিলেন মুখ্যমন্ত্রী

প্রয়াত হয়েছেন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা। রবিবার রাতে রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন তিনি। তিনি ছিলেন শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের চতুর্থ অধ্যক্ষা। তাঁর প্রয়াণে শোকবার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইটে তিনি লেখেন, শ্রী সারদা মঠের চতুর্থ প্রেসিডেন্ট শ্রদ্ধেয় প্রব্রজিকা ভক্তিপ্রাণা মাতাজির মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। ভক্তদের জন্য অতুলনীয় ক্ষতি হল। মাতাজির যেন চির শান্তিতে বিশ্রাম পান। কামনা করেন মুখ্যমন্ত্রী।

১০২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রব্রাজিকা ভক্তিপ্রাণা। সকালে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় সারদা মঠে। অনেকের কাছে তিনি পরিচিত ছিলেন পূর্বাশ্রমের নাম কল্যাণীদি হিসেবে। ১৯৫৯ সালে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দের কাছে সন্ন্যাস দীক্ষা নেন তিনি। ১৯৬০ সালে রামকৃষ্ণ সারদা মিশনের পরিচালন সমিতির সদস্য হওয়ার পাশাপাশি ওই বছরেই তিনি মাতৃভবনের সম্পাদক হন। ১৯৯৮ সালে শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সহ অধ্যক্ষা নির্বাচিত হন প্রব্রাজিকা ভক্তিপ্রাণা। ২০০৯ সাল পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। ওই সালেই তৃতীয় অধ্যক্ষা প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণার মৃত্যুর পরে অধ্যক্ষা হন ভক্তিপ্রাণা মাতাজী। টানা ১৩ বছর তিনি ওই পদে ছিলেন।

এরআগে তিনি টালিগঞ্জের মাতৃভবন হাসপাতালের সম্পাদক ছিলেন। সেখানে তিনি সকলের কাছে বড় মা নামে পরিচিত ছিলেন।

Comments are closed.