করোনার জেরে দেশে ২১ দিনের লকডাউনে চলায় চরম সমস্যায় পড়েছেন লক্ষ-লক্ষ অভিবাসী শ্রমিক। এই পরিস্থিতিতে তাঁদের মুখে খাবার তুলে দিতে অভিনব উদ্যোগ নিল নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক। ৫ এপ্রিল, রবিবার থেকে আগামী ১০ দিন আই-প্যাক দেশের ২০ থেকে ২৫ টি শহরে আটকে পড়া শ্রমিকদের মুখে খাবার তুলে দেবে। ‘সব কী রসুই’ নামে এই কর্মসূচিতে রোজ গড়ে দেড় লক্ষ খাবারের প্যাকেট বিলি করবে বলে জানিয়েছে পিকে- র সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আই-প্যাক।
ইতিমধ্যেই ১ এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে এই খাবার তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে আই-প্যাক। সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে এই খাবার তৈরি করে তা প্যাকিং করা হচ্ছে। তারপর বিভিন্ন শহরে তা বিলির ব্যবস্থা করছে আই-প্যাক।
লকডাউনের জন্য কল-কারখানা, হোটেল, সব কিছু বন্ধ থাকায় এই মুহূর্তে কর্মহীন দেশের লক্ষ লক্ষ কর্মী। পাশাপাশি, খাবার যোগাড় করতেই সমস্যায় পড়ছেন তাঁরা। অনেকে বাড়িতেও ফিরতে পারছেন না। কেউ কেউ হেঁটে ঘরে ফিরতে গিয়ে রাস্তাতেই প্রাণ হারিয়েছে। এই অভিবাসী শ্রমিক ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের অনেকেই রাস্তায় অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন, গত কয়েক দিনে এমন ছবিও ধরা পড়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়।
আই-প্যাক জানিয়েছে, ৫ এপ্রিল থেকে দেশের ২৫ টি শহরে এমন আটকে থাকা শ্রমিক ও কর্মীদের দুপুরের খাবার তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। খাবার তৈরি, প্যাকেট করা এবং বিলি করার জন্য আই-প্যাকের সঙ্গে তিনটি সংস্থা কাজ করছে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে।
৫ এপ্রিল থেকে ১০ দিন প্রথম দফায় ১৫ লক্ষ মিল তৈরি ও বিলির জন্য এক হাজারের বেশি কর্মী ও স্বেচ্ছাসেবী কাজ করছেন আই প্যাকে। এই উদ্যোগে কেউ অংশ নিতে চাইলে তাঁদেরও স্বাগত জানিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা।
Comments are closed.