মূল্যবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় জিনিসের, ৬ বছরে সর্বাধিক দাম বেড়েছে চিনিরও

বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। বৃষ্টি না হওয়ার কারণে দাম বেড়েছে সবজির। খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধি কিছুতেই কমছে না। গত ৭ থেকে ১০ দিনে বেড়েছে চিনির দামও। যা ৬ বছরে সর্বাধিক। কলকাতার কিছু জায়গায় আগে যেখানে চিনির দাম ছিল কেজি প্রতি ৩৮ টাকা। এখন সেইসব জায়গায় চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪৫ টাকায়।

 

বালিগঞ্জ, গড়িয়াহাট, হাতিবাগান এলাকায় খুচরো বাজারে চিনির দাম পৌঁছেছে ৪৫ টাকা প্রতি কিলো। শপিং মল বা গ্রসারি সাইটগুলিতে চিনি বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫২ টাকা কিলো দরে। ৭ থেকে ১০ দিনে বড়বাজারে প্রতি কুইন্টাল চিনির দাম ৪০০ থেকে ৫০০ টাকা বেড়ে গিয়েছে।

জানা গিয়েছে, এইবার মহারাষ্ট্রে আখ উৎপাদন কম হয়েছে। অতিবৃষ্টির কারণে কম উৎপাদন হয়েছে আখ। ফলে এইবছর ৩২ লক্ষ টন চিনির উৎপাদন কমেছে মহারাষ্ট্রে। চিনি উৎপাদন সবথেকে বেশি হয় ব্রাজিলে। ব্রাজিলের পরই স্থান রয়েছে ভারতের। কিন্তু চিনি রফতানিতে ভারতের নাম রয়েছে প্রথমে। কিন্তু চিনি উৎপাদনকারী মহারাষ্ট্রে আখ উৎপাদন কম হওয়ায় এইবছর চিনি রফতানি কম হতে পারে।

Comments are closed.