টিকাকরণ নিয়ে ফের কেন্দ্রকে তোপ ভোট কুশলী প্রশান্ত কিশোরের। বুধবার প্রশান্ত কিশোর ট্যুইট করেন কেন্দ্রের তৃতীয় দফায় টিকাকরণকে বিঁধে।
ট্যুইটে তাঁর তীব্র কটাক্ষ, ১৮ থেকে ৪৪ বছর বয়সী ৫৮ কোটি মানুষকে টিকা দেওয়ার মত ‘মাস্টার স্ট্রোক’ একমাত্র মোদী সরকারের পক্ষেই সম্ভব! ১৮ থেকে ৪৪ বছর বয়েসীদের টিকাকরণের কথা ভুলে যান। বাস্তবে ৪৫ বছরের ঊর্ধ্বে ৩৫ কোটি লোককে আগস্ট মাসের আগে দেওয়ার মত ভ্যাকসিনই মজুত নেই কেন্দ্রের কাছে। সূত্র হিসেবে পিকে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন কোউইন।
#Vaccines की व्यवस्था के बिना 18-44 साल के ~58Cr लोगों के लिए “टीकाकरण अभियान” जैसा #MasterStroke सिर्फ़ #ModiSarkar के ही बस की बात है!
Fact: Forget about vaccines for people age 18-44 years, there is not enough vaccines for ~35Cr people above 45 years, not till Aug #CoWin
— Prashant Kishor (@PrashantKishor) April 28, 2021
কয়েকদিন আগে কেন্দ্র জানায়, ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত দেশবাসীকে করোনা টিকা দেওয়া হবে। বেড়ে চলা সংক্রমণের জেরে সারা দেশ জুড়ে ভ্যাকিসনের তীব্র অভাব দেখা দিয়েছে। বুধবারই পশ্চিমবঙ্গে একাধিক হাসপাতালে ভ্যাকসিনের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফিরে গিয়েছেন মানুষ।
এই পরিস্থিতিতে কী ভাবে তৃতীয় পর্যায়ের টিকাকরনে ১৮ বছর এবং তার বেশি বয়েসীদের ভ্যাকসিন দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার পিকে প্রশ্ন তুললেন, ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়ার কর্মসূচি কি বাস্তবে সম্ভব? উত্তর দেবে সময়।
Comments are closed.