আর কয়েক ঘন্টার অপেক্ষা। তার পরে ফের একবার ময়দানে মুখোমুখি হচ্ছেন লিও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সঙ্গে এমবাপে, নেইমারকেও মাঠে দেখা যেতে পারে। বিশ্বকাপের পর নিঃসন্দেহে ফুটবল প্রেমীদের কাছে সবথেকে আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে পিএসজি বনাম সৌদির ক্লাব আল নাসের এবং আল হিলালের মিলিত একাদশ। যার নেতৃত্ব দেবেন স্বয়ং রোনাল্ডো। স্বাভাবিক কারণেই ভারতের ফুটবল প্রেমীরাও এই ম্যাচের জন্যও মুখিয়ে আছেন। ভারতীয় সময়ে কখন ম্যাচ শুরু হবে, কোথায় দেখা যাবে জেনে নিন।
১৯ জানুয়ারি, বৃহস্পতিবার রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত চলছে। ভারতীয় সময়ে রাত সাড়ে দশটা থেকে ম্যাচ সম্প্রচারিত হবে। তবে ভারতের কোনও টিভি চ্যানেল এবং এপে খেলা দেখা যাবে না। জানা গিয়েছে, পিএসজি’র ফেসবুক পেজ, এবং ইউটিউব চ্যানেলে গিয়ে মেসি, রোনাল্ডোদের খেলা দেখা যাবে।
মেসি, নেইমার, এমবাপেদের নিয়ে সৌদিতে তুঙ্গে উত্তেজনা। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মেসিদের শুধু প্র্যাকটিস দেখতেই প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত ছিল বলে খবর। অন্য দিকে টিকিটের আকাশছোঁয়া দামের জন্যও মেসি বনাম রোনাল্ডো ম্যাচ বেশ কয়েকবার শিরনামে উঠে এসেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবারের ম্যাচের জন্য টিকিটের দাম সর্বচ্চ ২৬ কোটি টাকা পর্যন্ত উঠেছে। সৌজন্য মূলক ম্যাচ হলেও বৃহস্পতিবারের এই ম্যাচের দিকে যে গোটা ফুটবল বিশ্ব তাকিয়ে তা বলাই যায়।
Comments are closed.