বাঙালির প্রাণের দুর্গাপুজো মানে অনেক কিছুর সঙ্গে অবশ্যই বেড়াতে যাওয়া। পুজোর আর বেশি দিন বাকি নেইও। বেড়ানোর প্রস্তুতিও প্রায় শেষ। তার ওপরে এই বারেই প্রথম পুজোর ছুটিতে বন্দে ভারত চেপে পাহাড় কিংবা পুরী বেড়াতে যাওয়ার সুযোগ থাকছে। এখন থেকেই ট্রেনের টিকিট মিলছে না বলে খবর। এই অবস্থায় পুজোর ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলতে বাংলা থেকে যে তিনটি রুটে বন্দে ভারতে এক্সপ্রেস চলে সেখানে পুজো স্পেশাল মেনু রাখার পরিকল্পনা নিয়েছে রেল।
জানা গিয়েছে পুজোর দিনগুলো হাওড়া-পুরী, হাওড়া-এনজিপি, এনজিপি-গুয়াহাটি রুটে বিশেষ মেনু থাকবে যাত্রীদের জন্য। রেল সূত্রে খবর, ওই চার দিন সকালের ব্রেকফাস্টে লুচি আলুর দম, দুপুরের খাওয়ারে বাসন্তী পোলাওয়ের মতো বাঙালির প্রিয় পদগুলো থাকতে পারে। আর কয়েক দিনের মধ্যে রেলের তরফে পুজোর স্পেশাল মেনু জানিয়ে দেওয়া হবে বলে খবর।
Comments are closed.