কংগ্রেসকে নিয়ে লাগাতার কটাক্ষ করলেও আসন্ন পাঞ্জাব নির্বাচনে সেই পিকের হাত ধরেই ভোট লড়তে চাইছে হাত শিবির। সম্প্রতি পাঞ্জাব নির্বাচন নিয়ে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নির বক্তব্যের একটি অংশ ভাইরাল হয়েছে। যাতে তাঁকে বলতে শোনা যায়, ভোটের কৌশল তৈরির দায়িত্ব প্রশান্ত কিশোরকেই দেওয়ার পরামর্শ দিয়েছেন পাঞ্জাব কংগ্রেসের দায়িত্বে থাকা হারিশ চৌধুরী। আর তার এই মন্তব্য ভাইরাল হতেই, গুঞ্জন শুরু হয়েছে কংগ্রেসের অন্দরেই।
কয়েকদিন আগেই একটি ভাইরাল ভিডিও’তে ভোট কুশলী প্রশান্ত কিশোরকে বলতে শোনা যায়, আগামী কয়েক দশক জাতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে বিজেপি। পিকে আরও বলেন, রাহুল গান্ধী ভাবেন সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বিজেপিকে ক্ষমতা চ্যুত করবে। কিন্তু এটা হওয়ার নয়। পিকের এই মন্তব্য ভাইরাল হতেই শোরগোল শুরু হয়ে যায় গোটা দেশে। একাধিক কংগ্রেস নেতৃত্ব পিকের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পিকে’কে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন, প্রশান্ত কিশোরের সঙ্গে বিজেপির সমঝোতা হয়েছে। একাধিক কংগ্রেস নেতৃত্ব পিকের সঙ্গে হাত শিবিরের সব সম্পর্ক ছিন্ন করার দাবি করেন।
উল্লেখ্য, আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচন কংগ্রেসের পাশাপাশি মুখ্যমন্ত্রী চান্নির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমরিন্দরকে সরিয়ে তাঁকে মুখ্যমন্ত্রী করছে দল। এই আবহে ক্ষমতায় টিকে থাকতে পিকের উপরেই ভরসা রাখতে চাইছে পাঞ্জাব কংগ্রেস।
Comments are closed.