দুপুর ৩ টে ৫ মিনিট। ভারতের মাটি ছুঁল পরপর ৫ টি রাফাল বিমান। আম্বালা বিমানঘাঁটির রানওয়ে দাপিয়ে ঘুরছে বায়ুসেনার অস্ত্র সম্ভারের নবতম বিস্ময়। জল কামানের সাহায্যে স্যালুট দেয় বায়ুসেনা। সংস্কৃতে আগমণ বার্তা জানিয়ে ভিডিও ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানান, পাখিরা নির্বিঘ্নে মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে নয়া যুগের সূচনা হল।
কিন্তু জানেন কি ভারতের রাফাল আগমণের সঙ্গে কীভাবে জড়িয়ে আছে কলকাতার নাম? দুপুর ৩ টে ৫ মিনিটে রাফাল বিমান ভারতের মাটি ছুঁয়েছে। কিন্তু ভারতের আকাশসীমায় প্রবেশ তারও আগে। ভারত মহাসাগরের উপরে এই কাল্পনিক রেখা অতিক্রম করার সঙ্গে সঙ্গে রাফালের পাইলটের যোগ স্থাপিত হয় ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে। এই ৫ টি রাফাল বিমানের দলকে ভারতের আকাশসীমায় ঢুকতেই উষ্ণ অভিবাদন জানায় ভারত মহাসাগরে ভাসমান আইএনএস কলকাতা। বার্তা যায়, মে ইউ টাচ দ্য স্কাই উইথ গ্লোরি! দু’পাশে দুই সুখোইকে নিয়ে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে রাফাল।
Comments are closed.