ঘূর্ণাবর্তর প্রভাবে শুক্রবার দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছেং শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছু বেশি থাকবে। কোথাও সেভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
তবে এই ঘূর্ণাবর্তটি সরে যাওয়ার পর আপাতত কালীপুজো পর্যন্ত দক্ষিণবঙ্গসহ রাজ্যে অতি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে।
২৩ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ-ঘূর্ণাবর্ত তৈরি হবে। তবে দুটির অভিমুখই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলের দিকে থাকবে না। নিম্নচাপ দুটির কারণে দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, দক্ষিণ মহারাষ্ট্র ও কর্ণাটকের কিছু অংশে বৃষ্টিপাত বাড়বে। আবহাওয়াবিদরা মনে করছেন, নতুন করে কোনও নিম্নচাপ-ঘূর্ণাবর্তর প্রভাব না পড়লে ১২ অক্টোবরের পর রাজ্য থেকে বর্ষা বিদায় শুরু হতে পারে। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের স্বাভাবিক প্রক্রিয়ার সময় হল ১০-১৫ অক্টোবর।
Comments are closed.