মেঘলা আকাশ; দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কবে কমবে তাপমাত্রা 

আবহাওয়া দফতরের তরফে আগেই পূর্বাভাস ছিল। সেই মতোই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এই আবহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্জার জেরে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরেই আবহাওয়ার এই ভোলবদল। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দু’এক পশলা বৃষ্টি হয়েছে। শনিবারও একই পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমের জেলাগুলোতেও শনিবার বৃষ্টি হতে পারে বলে খবর। 

হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্জার জেরে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। যার জেরেই তাপমাত্রার এই বৃদ্ধি। তবে মেঘ কেটে গেলেই তাপমাত্রা কমতে শুরু করবে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত পড়বে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

Comments are closed.