শীত ফেরার আশা ক্ষীণ, মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া দফতর

মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তরঙ্গের জেলাগুলিতেও সোম ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয় হয়েছে। উত্তুরে হাওয়ার জেরে হঠাৎ করে গত দু’ দিন তাপমাত্রার পতন হওয়ায় বেশ শীত পড়েছিল কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হুগলি, বর্ধমান ইত্যাদি জেলায়। কিন্তু আগামী ৪৮ ঘণ্টায় ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সরস্বতী পুজোয় বৃষ্টি হওয়ারও  আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর বলছে, মঙ্গলবার বেলা বাড়তেই আকাশ মেঘলা হতে থাকবে ও তাপমাত্রা বাড়বে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বুধবার থেকে পারদ আরও চড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে কুয়াশা, মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির পরিবেশ বজায় থাকবে। তবে তারপরে আর শীত ফেরার আশা ক্ষীণ বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Comments are closed.