অপেক্ষার অবসান। অবশেষে বৃষ্টি শুরু হল শহরে। অসহনীয় গরমের হাত থেকে ক্ষণিকের স্বস্তি। শুক্রবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা ছিল। শেষমেশ বৃষ্টিতে ভিজল কলকাতা ও শহরতলি। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হওয়াও বয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। ফলে কয়েক মুহূর্তের মধ্যে আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটেছে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি এলেও গরমে আদ্রতাজনিত অস্বস্তির হাত থেকে রক্ষা পাবে না রাজ্যবাসী। বৃষ্টির পর সাময়িক ভাবে কিছুটা স্বস্তি মিলবে। দাবাদহ কিছুটা কমবে। তবে এই স্বস্তি চিরস্থায়ী হবে না।
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, শনিবার পর্যন্ত পশ্চিমের প্রায় সতটি জেলায় তাপপ্রবাহ জারি থাকবে। সেই সঙ্গে কলকাতা এবং আশেপাশের জেলার তাপমাত্রাও ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলেই আবহাওয়া দফতর জানিয়েছে। তবে রবিবার থেকে পাহাড়ে বৃষ্টি নামবে। কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হবে।
Comments are closed.