ফের বৃষ্টির ভূকুটি রাজ্যে। সপ্তাহের শেষে কলকাতা সহ পার্শবর্তী কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে, আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর। বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড়ের সম্ভবনাও রয়েছে। যার জেরে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না।
মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গপোসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। জানা গিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে শনি ও রবিবার কলকাতা এবং সংলগ্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
উল্লেখ্য সম্প্রতি বিকেলের দিক থেকে হাল্কা শীতের আমেজ বাড়লেও কয়েকদিন ধরে তা উধাও। এদিকে এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ সেলিয়াস। গতকালের তুলনায় যা ১ ডিগ্রি বেশি। হাওয়া অফিসের মতে, বৃষ্টি কমলেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা রয়েছে।
Comments are closed.