আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাষ আবহাওয়া অফিসের।

আগামী ৪৮ ঘন্টায় কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গেই ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। মঙ্গলবার ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাষে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ডসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার সকালে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় তুমুল বৃষ্টি হয়। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে মহানগরীসহ শহরতলির বিস্তীর্ণ এলাকা। মধ্য কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, মহম্মদ আলি পার্ক, আমহার্স্ট স্ট্রিট, উত্তর কলকাতার ঠনঠনিয়া, মুক্তারাম বাবু স্ট্রিট, বেহালা ও হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জল জমে যায়। সকাল থেকে বৃষ্টিতে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়াদেরও  চরম সমস্যার মুখোমুখি হতে হয়। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির দাপট। প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে উপকূলবর্তী জেলাগুলিতে মৎস্যজীবিদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশেও প্রবল বর্ষণের জেরে জনজীবন বিপর্যস্ত। দক্ষিণ মুম্বইতে প্রবল বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন চারজন। গুজরাতেও বিভিন্ন নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ভারতীয় আবহাওয়া দফতরের দৈনিক পূর্বাভাষ অনুযায়ী, গুজরাত এবং কোঙ্কণ উপকূলে প্রবল বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রদেশেও গোয়ালিয়র, ভোপালসহ বিভিন্ন জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.