পুলিশ থেকে তুলে এনে প্রশাসনিক পদে আইপিএস অফিসার রাজীব কুমার (Rajeev Kumar)। সিআইডির এডিজি পদ থেকে রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব করা হল রাজীব কুমারকে।
আইএএস ও আইপিএসের মধ্যে সম্প্রতি একাধিক অদলবদল করেছে নবান্ন। আর সেই রদবদলে বড় চমক রাজীব কুমার। এডিজি (সিআইডি) রাজীব কুমারকে পুলিশের দায়িত্ব থেকে তুলে এনে বসানো হল তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব পদে। আগে এই দফতরটি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সামলাতেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব, দেবাশিস সেন। তিনি একজন আইএএস অফিসার। কিন্তু পুলিশের দায়িত্ব থেকে সরিয়ে আইপিএস রাজীব কুমারকে (Rajeev Kumar) প্রশাসনিক পদে বসানোর সিদ্ধান্তে আমলা মহলে অনেকেই অবাক।
আইএএস সূত্রে খবর, তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিবের পদটি আইএএসের ‘ক্যাডার পোস্ট’ হিসেবে বিবেচিত হয়। কিন্তু সেখানে একজন আইপিএস অফিসারকে বসানো হয়েছে। একইভাবে, নবান্নের এই নতুন নির্দেশিকায় আইপিএস অফিসারের দায়িত্বে থাকা কারা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস অফিসার এ সুব্বাইয়াকে। নবান্ন সূত্রে খবর, আইএএস ও আইপিএস তালিকায় মোট ৬ জন অফিসারের দায়িত্ব অদল বদল হয়েছে।
Comments are closed.