সিবিআই অফিসে রাজীব কুমার, সারদা তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জেরার মুখোমুখি

সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে হাজিরা দিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। শুক্রবার সকাল ১১ টা নাগাদ রাজীব কুমার সল্টলেকের সিবিআই অফিসে যান। সম্প্রতি রাজীব কুমারের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ জানিয়েছিল, তাঁকে ১০ ই জুলাই পর্যন্ত গ্রেফতার করা যাবে না, কিন্তু সিবিআই প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। পাশাপাশি, রাজীব কুমারকে কার্যত গৃহবন্দি থাকারও নির্দেশ দিয়েছিল আদালত। গত সপ্তাহে হাইকোর্টের এই নির্দেশের পর সিবিআই অফিসাররা রাজীব কুমারের সরকারি বাসভবনে গিয়ে তাঁর উপস্থিতি নথিবদ্ধ করেন।
গত ৩ রা ফেব্রুয়ারি কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার পর থেকেই সারদা তদন্তের গোটা পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে গ্রেফতারির ব্যাপারে প্রাথমিকভাবে রক্ষাকবচ দিলেও, শিলংয়ে সিবিআই জেরার মুখোমুখি হতে হয় তাঁকে। এরপর নির্বাচন চলাকালীন রাজীব কুমারকে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রকে বদলির নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টও গ্রেফতারির রক্ষাকবচ সরিয়ে নিয়ে তাঁকে যথাযথ আদালতে আইনি সাহায্য নিতে বলে। এরপরই রাজীব কুমার কলকাতা হাইকোর্টে আবেদন করেন এবং সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের যে নোটিস পাঠিয়েছে তা বাতিলের দাবি জানান। হাইকোর্ট তা রেগুলার বেঞ্চে পাঠিয়ে জানিয়ে দিয়ে ১০ ই জুন এই মামলার শুনানি শুরু হবে বলে জানায়।
এরপরই ফের রাজীব কুমারকে ডেকে পাঠায় সিবিআই। সেই অনুযায়ী শুক্রবার সকাল ১১ টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে হাজিরা দেন রাজীব কুমার।

Comments are closed.