রাজীব ব্যানার্জির ঘরে ফেরা নিয়ে ফের তুঙ্গে জল্পনা। সূত্রের খবর, শুক্রবার অভিষেক ব্যানার্জির সঙ্গে তাঁর ক্যামাক স্ট্রীটের অফিসে দেখা করেছেন বিজেপি নেতা রাজীব ব্যানার্জি। আর এই বৈঠকের পরেই রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, মুকুল রায়ের পরে কী তৃণমূলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে এক সময়ের মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ রাজীবের?
এক্কেবারে বিধানসভা ভোটের মুখে তৃণমূল ছেড়েছিলেন রাজীব। তাঁর পুরোনো কেন্দ্র ডোমজুড়ে থেকেই বিজেপির প্রার্থী হয়েছিলেন। কিন্তু ফল প্রকাশ্যের পরেই ভিন্ন সুর শোনা যায় তাঁর গলায়। প্রকাশ্যে ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতাদের সমালোচনা করতে শুরু করেন রাজীব। মমতা ব্যানার্জির প্রশংসা করেও বিতর্কিত পোস্ট করেন তিনি। আর যার জেরেই তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক শিবির নিয়ে নানান গুঞ্জন শুরু হয়।
তাঁকে ঘিরে চলা বিতর্কের মাঝেই রাজীবকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে দেখা যায়। আর শুক্রবার অভিষেকের সঙ্গে দেখা করার পর কার্যত তুঙ্গে উঠছে তাঁর দলবদলের জল্পনা।
জানা যাচ্ছে ত্রিশ মিনিট মতো অভিষেকের সঙ্গে কথা হয়েছে তাঁর। দুজনের কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়েও কৌতুহল রাজনৈতিক শিবিরের একাংশের। যদিও বৈঠকের কথা কোনও পক্ষই প্রকাশ্যে স্বীকার করেননি।
বৈঠক প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও কিছু বলতে চাননি। তবে এদিন ফের তিনি বলেন, রাজীবের বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।
এদিকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে রাজীবের বৈঠককে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির।
Comments are closed.