রবিবার রেড রোডে পুজোর কার্নিভাল যা প্রায় দশ বছর আগে শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এখন এই কার্নিভাল এক বিশেষ উৎসবে পরিণত হয়েছে। এবার একশোর বেশি পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করবে।
শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে শনিবার রেড রোডে যান রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ কর্তারা। কার্নিভালের জন্য জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির জেরে এই কার্নিভালে যেন কোনও বিঘ্ন না ঘটে তার জন্য বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। কলকাতা পুলিশ জানিয়েছে এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
Comments are closed.