চুক্তি ভিত্তিক সেনা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়ে উত্তাল গোটা দেশ। অগ্নিগর্ভ পরিস্থিতি বিহার, হরিয়ানা সহ বেশ কয়েকটি রাজ্যে। বিক্ষোভের তীব্রতা কার্যত রোজই বাড়ছে। এই আবহে পরিস্থিতি সামাল দিতে, ‘অগ্নিপথ’ নিয়ে ফের একবার বড় ঘোষণা করল প্রতিরক্ষামন্ত্রক। যেখানে ‘অগ্নিবীর’দের চাকরি’তে সংরক্ষণ-এর পাশপাশি আরও কয়েকটি নতুন ঘোষণা করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে উদ্ধৃত করে ট্যুইটে জানানো হয়েছে, চার বছরের মেয়াদ শেষ হওয়ার পরেও অগ্নিবীররা নিজেদের প্রাক্তন অগ্নিবীর হিসেবে পরিচয় দিতে পারবে। শুধু তাই নয় পরবর্তীকালে রাজ্য অথবা কেন্দ্রের যে কোনও চাকরিতে অগ্রাধিকার পাবেন প্রাক্তন অগ্নিবীররা। এছাড়াও তাঁরা যদি ব্যবসা বা অন্য কোনও পেশায় যেতে চান, সেখানেও কম সুদে ঋণ দেবে সরকার।
ট্যুইটে আরও লেখা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ রাখা হবে। পাশপাশি নিয়োগের ক্ষেত্রেও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমায় ৩ বছর ছাড়ও দেওয়া হবে। এছাড়াও, শুধু প্রথবারের নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর শিথিল করা হয়েছে।
উল্লেখ্য অগ্নিপথ প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকেই প্রকল্পের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন সেনাবাহিনীতে চাকরির প্রস্তুতি নেওয়া যুবকরা। বিহার, হরিয়ানা সহ কয়েকটি রাজ্যে কার্যত আগুন জ্বলছে। বিক্ষোভকারীদের সব থেকে বেশি রাগ যেন রেলের ওপর এসে পড়েছে। তিন দিনের বিক্ষোভে এখনও ডজন খানেক
ট্রেন পুড়িয়েছে আন্দোলনকারীরা। বিক্ষোভের আচঁ কলকাতা সহ পশ্চিমবঙ্গও এসে পড়েছে। এই আবহে উত্তাল বিক্ষোভের জেরে অগ্নিপথ নিয়ে ভবিষৎ-এ কেন্দ্র আর কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।
Comments are closed.