মাসের প্রথম দিনেই স্বস্তির খবর। দাম কমলো বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। সিলিন্ডার পিছু দাম কমেছে ১১৫ টাকা। তবে দাম কমেনি গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের। ৬ জুলাই থেকে দাম কমেনি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের। দেশের চার শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়েছে।
দাম কমার ফলে দিল্লিতে নতুন দাম ১৮৫৯.৫ টাকা থেকে হয়েছে ১৭৪৪ টাকা। কলকাতায় এখন কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হবে ১৮৪৬ টাকা। আগে মানুষকে ১৯৯৫.৫০ টাকা দিতে হতো। মুম্বইতে আগে ১৮৪৪ টাকায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পাওয়া যেত। এখন ১৬৯৬ টাকা দিয়ে পাওয়া যাবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। চেন্নাইতে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমার ফলে ১৮৯৩ টাকা হয়েছে। আগে ছিল ২০০৯.৫০ টাকা।
এলপিজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার (১৪.২ কেজি)-র দাম দিল্লি – ১০৫৩ টাকা, কলকাতা – ১০৭৯ টাকা, মুম্বই – ১০৫২.৫ টাকা, চেন্নাই – ১০৬৮.৫ টাকা। উল্লেখ্য, প্রতি মাসের শুরুতে তেল কোম্পানিগুলো মূল্য প্রকাশ করে। আর এরপরেই তেল কোম্পানিগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার ও ঘরোয়া সিলিন্ডারের দাম পরিবর্তন করে।
Comments are closed.