আন্তর্জাতিক ফুটবলে সবথেকে বেশি ম্যাচ খেলে রেকর্ড রোনাল্ডোর, ৩০ দিনে দেড় কোটি ভক্ত বেড়েছে CR7-এর

আন্তর্জাতিক ফুটবলে ১৯৭ টি ম্যাচ খেলে রেকর্ড গড়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো কাপ খেলার জন্য বাছাই পর্বে লিচেনস্টেইনের বিরুদ্ধে খেলতে নামে পর্তুগাল। সেই ম্যাচে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৫১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন সিআরসেভেন। ৬৩ মিনিটের মাথায় ফ্রি কিক করেন পর্তুগিজ তারকা।

 

আন্তর্জাতিক ফুটবলে ১৯৭ টি ম্যাচ খেলার পাশাপাশি দেশের হয়ে ১২০ টি গোল করলেন তিনি। মাচের পর রোনাল্ডো বলেছেন, আমি চেয়েছিলাম বিশ্বের সবথেকে বেশি ফুটবল ম্যাচ খেলতে। আমী গর্ব অনুভব করছি। যেকোনও রেকর্ড আমাকে অনুপ্রেণিত করে। ভবিষ্যতে আরও ম্যাচ খেলতে চান সিআরসেভেন।

 

উল্লেখ্য, ২০০৩ সালে দেশের হয়ে প্রথম খেলতে নামেন রোনাল্ডো। প্রথম পুরুষ হিসেবে পাঁচটি বিশ্বকাপ খেলেও সবকটি ম্যাচে গোল করেন সিআরসেভেন। কিন্তু কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে যায় পর্তুগাল। বিশ্বকাপে তিনিই ছিলেন একমাত্র ফুটবলার, যিনি কোনও ক্লাব ছাড়া বিশ্বকাপ খেলেছিলেন। এরপরেই তিনি সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন। সেখানে ১০ টি ম্যাচে ৯ টি গোল করেন রোনাল্ডো। এরমধ্যেই জানা যায় ২০২৪ ইউরো কাপ খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের নতুন কোচ জানিয়ে দিয়েছেন, যথেষ্ট আত্মবিশ্বাসী রোনাল্ডো। তাই বয়স এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়।

 

প্রসঙ্গত, ইনস্টাগ্রামেএখন সবথেকে বেশি ভক্ত সংখ্যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ৩০ দিনের মধ্যে দেড় কোটি ভক্ত বেড়ে গিয়েছে সিআরসেভেনের। ইনস্টাগ্রামে রোনাল্ডোর ভক্তের সংখ্যা ৫৬ কোটি ৪০ লক্ষের বেশি। অন্যদিকে ইনস্টাগ্রামে মেসির ভক্তের সংখ্যা ৪৪ কোটি ৪০ লক্ষের বেশি।

Comments are closed.