শীর্ষ আদালতে ধাক্কা কেন্দ্রের, তৃতীয়বারের জন্য ইডির ডিরেক্টর পদে সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধি অবৈধ; জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কার মুখে পড়ল কেন্দ্রের মোদী সরকার। আদালতের নির্দেশ ছিল আগেই, তা না মেনেই তৃতীয় বারের জন্য ইডির ডিরেক্টর পদে সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্র। যা অবৈধ। মঙ্গলবার এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
২০১৮ সালে আইআরএস অফিসার সঞ্জয় মিশ্রকে ইডির ডিরেক্টর হিসেবে নিয়োগ করে কেন্দ্র। ২ বছরের জন্য তাঁকে ওই পদে নিয়োগ করা হয়। এর পর ২০২০ সালে মেয়াদ শেষ হলে, সঞ্জয় মিশ্রের মেয়াদ বাড়ানো হয়। যার জন্য ২০১৮ সালের নিয়োগের নির্দেশিকার সংশোধন করে ২ বছরের জায়গায় তা তিন বছর করা হয়েছিল। যা নিয়ে সে সময় একগুচ্ছ অভিযোগ তুলেছিল বিরোধীরা।
কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধিতা করে এক স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সে সময়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রের নির্দেশকে মান্যতা দেয় যদিও তার সঙ্গে এও নির্দেশ দেয় পুনরায় সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধি করা যাবে না। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, সুপ্রিম কোর্টের সেই নির্দেশ অমান্য করে তৃতীয়বারের জন্য ইডির ডিরেক্টর পদে সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধি করেছিল কেন্দ্র। মঙ্গলবারের রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত ইডির ডিরেক্টর পদে থাকতে পারবেন সঞ্জয় মিশ্র। তারপর তাঁকে অবসর নিতে হবে।
Comments are closed.