সাঁওতালি মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন ইত্যাদি একগুচ্ছ দাবি নিয়ে এবার পথে নামল আদিবাসী সমাজের সংগঠন জাকাত মাঝি পরগনা মহল। বুধবার সকাল থেকে পশ্চিমের চার জেলায় রাস্তা অবরোধ কর্মসূচি শুরু করেছে আন্দোলকারীরা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন এলাকায় পথ অবরোধ শুরু করেছে তারা। যার জেরে বহু জায়গায় যাত্রীবাহী বাস, ট্রাক, আটকে। চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা।
আদিবাসী সংগঠনের দাবি, সাঁওতালি শিক্ষার উন্নয়ন চেয়ে এর আগেও তারা সরকারের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিল। আগেই হুঁশিয়ারি দিয়েছিল, কোনও সমাধানের পথ না বেরোলে আন্দোলনের পথে হাঁটবে। এবার সেই মতো বুধবার ১২ ঘন্টার জন্য পথ অবরোধ শুরু করেছে জাকাত মাঝি সংগঠন। সংগঠনের মূল দাবিগুলো হল, পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, সাঁওতালি ভাষায় শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, সাঁওতালি মাধ্যমের স্কুলগুলোতে অবলিম্বে স্থায়ী শিক্ষক নিয়োগ, আদবাসী অধ্যুষিত প্রত্যেক জেলায় একটি কলেজ স্থাপন সহ একগুচ্ছ দাবি নিয়ে এদিন সকাল ৬টা থেকে তারা পথ অবরোধ শুরু করেছে।
পথ অবরোধের জেরে জেলায় জেলায় পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। পশ্চিম মেদিনীপুরের দাসপুর, ক্ষীরপাই হালদার দীঘির মোড়, চন্দ্রকোণা রোড, গড়বেতা, কেশপুর, ডেবরা, গোপীবল্লবপুরের হাঁটাবাড়ি মোড়, ৬ নম্বর জাতীয় সড়কের কয়েকটি অংশে রাস্তায় নেমে অবরোধ শুরু করেছে আন্দোলনকারীরা। পুরুলিয়ারও বেশ কিছু অঞ্চলে, বাঁকুড়া-রানিগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে বড়জুড়ি, হেভির মোড় সহ একাধিক এলাকায় আটকে বাস, ট্রাক, গাড়ি।
Comments are closed.