করম উৎসবে রাজ্যে পূর্ণাঙ্গ ছুটির দাবিতে পথ অবরোধ জেলায় জেলায়

৬ তারিখ আদিবাসী কুড়মি সমাজের করম উৎসব। এই উৎসবে রাজ্যব্যাপী ছুটির দাবিতে পথ অবরোধ করল কুড়মি সমাজের মানুষজন। ওইদিন ছুটির দাবিতে রাজ্যের একাধিক জেলায় পথ অবরোধ করেন কুড়মি প্রতিনিধিরা। শনিবার বাঁকুড়া, পুরুলিয়া ও জঙ্গলমহলের একাধিক জায়গায় পথ অবরোধের জেরে যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন পথ চলতি সাধারণ মানুষ।

৬ সেপ্টেম্বর, করম উৎসবের দিনে রাজ্যে পূর্ণাঙ্গ ছুটির দাবিতে অনেকদিন ধরেই বিক্ষোভ কর্মসূচি চলছে কুড়মি জনজাতির। শনিবার বড়সড় আন্দোলনে নামা হবে বলে আগেই জানানো হয়েছিল। এই নিয়ে প্রচারও চালানো হয়। অবরোধকারীদের কথায়, অন্য উৎসব গুলিতে রাজ্যে ছুটি দেওয়া হয়। কিন্তু এই উৎসবে ছুটির দাবিতে আন্দোলন। আগামী ৬ সেপ্টেম্বর করম পরবে পূর্ণ দিবস ছুটি ঘোষণা না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

ক্ষোভের সুরে রাস্তায় পথচলতি মানুষজন জানিয়েছেন, এদিন অবরোধ হবে তা আগে থেকে জানা ছিলনা। অন্যদিকে ৭ তারিখ বিজেপি নবান্ন অভিযানের ডাক দেয়। কিন্তু করম উৎসবের জন্য নবান্ন অভিযান পিছিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, সাঁওতাল মাহলি ভূমিজ উপজাতিদের এক জনপ্রিয় লোকউৎসব করম। গ্রামের পুরোহিতদের সঙ্গে জঙ্গলে গিয়ে করম গাছের ডাল এনে বাড়িতে বা মাঠের মাঝে পুঁতে দেন গ্রামের কুমারীরা। তার পর নাচগানে মেতে ওঠেন মাদলের তালে তালে। উৎসবের প্রস্তুতি চলছে। এই উৎসবের মাধ্যমে নতুন ফসলের আহ্বান করা হয়।

Comments are closed.