ভারতীয় শাস্ত্রীয় সংগীত জগতে নক্ষত্রপতন, চলে গেলেন সন্তুরবাদক শিবকুমার শর্মা, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

চলে গেলেন সন্তুরবাদক শিবকুমার শর্মা। মঙ্গলবার মুম্বাইয়ের নিজের ফ্ল্যাটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবাদপ্রতিম শিল্পী। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, পন্ডিত শিবকুমার শর্মা জির প্রয়াণে সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল।

সন্তুরকে বিশ্বের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন এই শিল্পী। আগামী প্রজন্মের কাছেও তাঁর সুর চিরস্মরণীয় হয়ে থাকবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মোদী। শেষে লিখেছেন, ওম শান্তি।

শাস্ত্রীয় সংগীতে সন্তুর বাদ্যকে জনপ্রিয় করে তুলেছিলেন তিনি। সন্তুরকে সুরে তিনি মোহিত করতেন দর্শকদের। শিল্পী হরিপ্রসাদের সঙ্গে জুটি বেঁধে শিবকুমার শর্মা বলিউডের ছবিতেও সুর দিয়েছিলেন। সিলসিলা, লমহে, চাঁদনির মতন ছবিতে সুর দিয়েছিলেন তিনি। বাবার মতন সন্তুরবাদক হিসেবে ছেলে রাহুলও জনপ্রিয়তা পেয়েছে।

Comments are closed.