পূর্ণ রাষ্টীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল সেনা কপ্টার দুর্ঘটনায় বাংলার বাসিন্দা সৎপাল রাইয়ের। তামিলনাড়ুর কুন্নুরে সেনা কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় দেশের সর্বাধিনায়ক সস্ত্রীক বিপিন রাওয়াত সহ ১৩ জনের। সেই কপ্টারেই ছিলেন বিপিন রাওয়াতের দেহরক্ষী সৎপাল রাই। সোমবার দার্জিলিংয়ের তাকদায় তাঁর গ্রামের ভিটেতে শেষকৃত্য সম্পন্ন হল সৎপালের।
রবিবার তেরঙ্গা মোড়া কফিনবন্দী সৎপাল রাইয়ের দেহ এসে পৌঁছায় তাঁর গ্রামের বাড়িতে। সোমবার সকালে তাঁর শেষকৃত্য স্থানে উপস্থিত ছিলেন সৎপালের মা, স্ত্রী ও দুই সন্তান। এছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক, পুলিশ সুপার, শিলিগুড়ির প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব সহ আরও অনেকে। কান্নায় ভেঙে পড়েন পাহাড়ের মানুষ।
শুক্রবার দিল্লিতে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতকে একই চিতায় সৎকার করা হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এই দুর্ঘটনায় একমাত্র জীবিত বরুণ সিংহ বেঙ্গালুরুতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
Comments are closed.