সোশ্যাল মিডিয়ায় যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ‘অবমাননাকর’ ভিডিও প্রকাশ করার অভিযোগে গ্রেফতার হওয়া সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে দ্রুত মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অজয় রাস্তোগির অবকাশকালীন বেঞ্চে জানায়, সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকের ওই বিতর্কিত পোস্টকে সমর্থন না করলেও, সংশ্লিষ্ট পোস্টের ভিত্তিতে যেভাবে সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, তা বেআইনি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অভিযুক্ত সাংবাদিক কোনও খুনের আসামি নন, তাঁকে এভাবে গ্রেফতার করা উচিত হয়নি। সাংবাদিক প্রশান্ত কানোজিয়ায় গ্রেফতারি ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থী বলে জানিয়েছে শীর্ষ আদালত। এরপরেই সাংবাদিককে দ্রুত জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
শনিবার রাতে সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে গ্রেফতার করে উত্তর প্রদেশ পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অবমাননাকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
প্রশান্ত কানোজিয়ার স্ত্রী যোগিসা আরোরা সুপ্রিম কোর্টে আবেদন করেন, যেভাবে তাঁদের বাড়ি থেকে কানোজিয়াকে গ্রেফতার করা হয়েছে তা বেআইনি। তাঁর আরও অভিযোগ ছিল সাদা পোশাকে পুলিশ তাঁদের বাড়িতে ঢুকে প্রশান্ত কানোজিয়াকে গ্রেফতার করে। স্বামীর জামিন চেয়ে সোমবার সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন যোগিসা আরোরা।
Related Posts
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে, প্রশান্ত কানোজিয়া ছাড়াও শনিবার ‘নেশন লাইভ’ নামে একটি সংবাদ চ্যানেলের মালিক ও সম্পাদককে গ্রেফতার করা হয়। রবিবার উত্তর প্রদেশের আরও দুই সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধেও একই অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন তাঁরা।
Comments are closed.