এবার শিয়ালদা শাখার লোকাল ট্রেনেও থাকবে AC কামরা ! মন্ত্রককে চিঠি পূর্ব রেলের 

শিয়ালদা শাখার নিত্য যাত্রী হলে আপনার জন্য রয়েছে খুশির খবর। রোজের ট্রেন যাত্রা কিছুটা আরামদায়ক হতে পারে। সব ঠিক থাকলে শিয়ালদা ট্রেন রুটের যাত্রীরা এসি লোকাল ট্রেন পেতে চলেছেন। পূর্ব রেল সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, এসি লোকাল ট্রেন চেয়ে রেল বোর্ডকে প্রস্তাব পাঠিয়েছে শিয়ালদা ডিভিশনের ডিআরএম। 

রেল বোর্ড সূত্রে খবর, শিয়ালদা ডিভিশনের ডিআরএম চিঠিতে জানিয়েছে, একটি এসি লোকাল ট্রেন শিয়ালদাকে দেওয়া হোক। তারা প্রথমে পরীক্ষামূলকভাবে সেটি চলতে চায়। তারপর যদি সব ঠিক থাকে তাহলে শিয়ালদা ডিভিশনে বেশ কিছু এসি লোকাল ট্রেন চালানো শুরু করবে পূর্ব রেল। 

নিঃসন্দেহে এটি খুশির খবর হলেও, প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন থেকেই যাচ্ছে। শিয়ালদার লোকাল ট্রেনেগুলোতে যে পরিমাণ ভিড় হয়, সেখানে এসি ট্রেন চালানো কতটা সম্ভব, সেটা নিয়েও সংশয় রয়েছে। কারণ, এসি ট্রেন চালাতে গেলে মেট্রোর মতো দরজা বন্ধ রাখতে হবে। ভিড়ে ঠাসা কামরায় তা কতটা হয়ে উঠবে তা নিয়েও প্ৰশ্ন রয়েছে। পাশাপাশি মধ্য ও পশ্চিম রেলে এসি লোকাল চলে। রেল বোর্ডের তরফে জানা গিয়েছে, মধ্য ও পশ্চিম রেলে এসি রেকের চাহিদা প্রচুর। সেই চাহিদা মিটিয়ে পূর্ব রেলকে কতগুলো এসি রেক দেওয়া সম্ভব হবে, সেই বিষয়টিও আলোচনার পর্যায়ের রয়েছে। রেল বোর্ড প্রস্তাবে কতটা রাজি হবে, তা নিয়েও এখনও কিছু জানা যায়নি। 

সব মিলিয়ে শিয়ালদা শাখায় এসি ট্রেন চলা নিয়ে এখনও একাধিক পর্যায় বাকি রয়েছে। যা রীতিমত সময় সাপেক্ষ। রেল বোর্ড প্রস্তাবে রাজি হলেও, বাস্তবে এসি লোকাল ট্রেন পেতে শিয়ালদার নিত্য যাত্রীদের বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে, এমনটাই মনে করা হচ্ছে।     

 

Comments are closed.