নিউ গড়িয়া-রুবি মেট্রো: পরপর দু’দিন হল ট্রায়াল রান, যে কোনও সময় শুরু হতে পারে যাত্রী পরিষেবা; অপেক্ষা বোর্ডের অনুমোদনের
রেলওয়ে সেফটি বোর্ডের অনুমোদন মিলেছিল আগেই। অপেক্ষা শুধু রেল বোর্ডের অনুমোদনের। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, যে কোনও সময়ে কবি সুভাষ-হেমন্ত মুখার্জি রুটে অর্থাৎ নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রো পরিষেবা শুরু হয়ে যেতে পারে।
বুধবার রুবি-নিউ গড়িয়া রুটে আর এক প্রস্থ ট্রায়াল রান হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দিন। এর আগেও এই রুটে ট্রায়াল রান হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি ট্রায়াল রানগুলো মূলত পরিষেবা খতিয়ে দেখার জন্য। নতুন রুটে কর্মীদের প্রস্তুত রাখতেও এই ট্রায়াল রান বলে জানিয়েছে মেট্রো। বলা হচ্ছে, যে কোনও মুহূর্তে এই অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাওয়ার কথা। যে কারণেই সাম্প্রতিক ট্রায়াল রানগুলো করা হচ্ছে।
রেল সূত্রে খবর, চলতি মাসেই শহরে আসতে পারেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, রাজ্যে হাওড়া-পুরী রুটে নতুন বন্দে ভারত এক্সপ্রেস এবং রুবি-নিউ গড়িয়া রুটের মেট্রো পরিষেবার উদ্বোধন করতে পারেন প্রধানন্ত্রী। সে ক্ষেত্রে আর হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা, তারপরেই মেট্রোর নতুন রুটের উপহার পেতে চলেছে শহরবাসী।
Comments are closed.