শেয়ার বাজারের জন্য ভাল খবর সপ্তাহের শুরুতেই। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ৩৮,৬১০ এর সর্বকালীন রেকর্ড অঙ্কে পৌঁছল বম্বে স্টক এক্সচেঞ্জ সেনসেক্স। জানা গেছে, এদিন বাজার খোলার মাত্রই বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক ২২০ পয়েন্ট উঠে ৩৮,৫৮৬ এর গণ্ডি পেরিয়ে যায়। পরে যা আরও ১৩০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৩৮,৬১০ এ। সেনসেক্স এর পাশাপাশি এদিন রেকর্ড উত্থান হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটি’রও। নিফটি এদিন এক সময় টপকে যায় ১১,৬৬০ এর গণ্ডি। ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে এটিও একটি রেকর্ড। বিশেষজ্ঞদের মতে, সারা বিশ্বের বাজারেই যে গতি লক্ষ্য করা যাচ্ছে, ভারতীয় বাজারেও তার প্রভাব পড়েছে। মূলত ব্যাঙ্কিং, এফএমসিজি’র মতো সেক্টরগুলিতে বাজার এদিন ভালো ফল করেছে। চলতি সপ্তাহে শেয়ার বাজার আরও ভালো হওয়ার আশা করছেন বিশেষজ্ঞরা।
Comments