টানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত। মৃত্যু হয়েছে প্রায় ২০ জনের।
সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলে আটকে পড়া মানুষদের জন্য ত্রাণ কার্যে নামতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার দক্ষিণবঙ্গেও জেলায় জেলায় মাঝারি বৃষ্টিপাত চলছে।
রবিবার বিকেলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ শক্তি হারিয়ে উত্তর বিহারে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। শক্তি কমালেও ওই ঘূর্ণাবর্তের প্রভাবেই বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। রয়েছে।
দার্জিলিংয়ের মিরিক সহ একাধিক জায়গায় ধস নেমেছে। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। উদ্ধারকাজে নেমেছে পুলিশ, দমকল এবং আধা সেনা।
Comments are closed.